Scholarship Apply BD

 এখন থেকে সৌদি আরবের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আলাদা আলাদা ভাবে প্রকাশ করা হবে না৷ বরং বছরে একবারই সার্কুলার প্রকাশ পাবে তাও সেটা এডুকেশন মিনিস্ট্রি অধীনে (শিক্ষা মন্ত্রণালয়), যেখানে এখন ২৮ টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে, তারমধ্যে হতে যে কোন তিনটিতে আবেদন করা যাবে। 


♨️ আবেদন করার জন্য যা প্রয়োজন:


১। জন্ম সনদ +আরবি অনুবাদ

২। পুলিশ ক্লিয়ারেন্স + আরবি অনুবাদ

৩। বাবা-মায়ের এনআইডি

৪। আলিম/এইচএসসি/সানাবিয়া সার্টিফিকেট + আরবি অনুবাদ

৫। আলিম/এইচএসসি/সানাবিয়া মার্কশীট + আরবি অনুবাদ

৬। মেডিকেল + আরবি অনুবাদ।

৭। পাসপোর্ট।

৮। ছবি ৪*৬


বিশেষ দ্রষ্টব্য: এর কোন একটি না থাকলে আবেদন কমপ্লিট করা যাবে না।


আপনার প্রয়োজনীয় সবগুলো ডকুমেন্ট থাকলে আপনি আমাদের মাধ্যমে মিনিষ্ট্রি ওয়েবসাইট আবেদন করতে পারেন।

Comments